১৮ সেপ্টেম্বর ২০২১ তারিখ বেলা ১১:০০ ঘটিকায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্য প্রফেসর ড. মোঃ সেকুল ইসলাম এর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর (এসওপি) অনুমোদন, শিক্ষার্থীদের জন্য ইউনিক স্টুডেন্ট আইডি নম্বর চালু করণ, ইকোনমিক্স, সোসিওলজি, সোস্যাল ওয়ার্ক এবং ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজির সিলেবাস, নতুন অনুমোদিত সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের টিউশন ফি অনুমোদন এবং আগামী ডিসেম্বর-২০২১ এ ৩য় কনভোকেশন আয়োজন করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. রফিক উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সভায় একাডেমিক কাউন্সিলের সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান
জনাব মোঃ লিয়াকত আলী সিকদার, সম্মানিত ট্রাস্টি সদস্য প্রফেসর ড. এম শাহীন খান, জনাব মোঃ জোনায়েত আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আলী আক্কাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম,ক্রিমিনোলজি বিভাগের প্রফেসর ড. জিয়া রহমান, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের এ্যাডভাইজর, বিভাগীয় প্রধান এবং সদস্য সচিব রেজিস্ট্রার উপ¯ি’ত ছিলেন।