বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) এক চিঠিতে অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যের দেশটি।
বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
চিঠিতে জানানো হয়েছে, বুধবার দুপুর ১২টা থেকেই বিমানবন্দরে বসানো পিসিআর ল্যাব থেকে করোনা পরীক্ষা করতে পারবেন সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীরা।
এতে আরো বলা হয়েছে, শাহজালালে বসানো আরটি-পিসিআর ল্যাবগুলো থেকে যাত্রার শুরুর ৬ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করতে হবে যাত্রীদের।
শাহজালালে আরটি-পিসিআর ল্যাব বসাতে এরই মধ্যে ৬ প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সেগুলো হলো- এএমজেড হাসপাতাল, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, গুলশান ক্লিনিক লিমিটেড এবং ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।