1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন

অবহেলিত পৌরসভার উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করা হবে : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

অবহেলিত হোসেনপুর পৌরসভার উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করা হবে। পৌর এলাকার ড্রেনসহ রাস্তাঘাট নির্মাণ, গরীব ও অসহায় মানুষের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন।

ইতোমধ্যে শতভাগ উপকারভোগীদের মাঝে বয়স্কভাতা বিতরণ ও গৃহহীনদের মধ্যে ঘর বরাদ্দ দিয়েছে সরকার।

বুধবার বিকালে কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম ধূলজুরী গ্রামে হোসাইনী মোকাম, স্থানীয় জামে মসজিদ ও সরকারি অর্থে তৈরি অসহায় বিধবা মনোয়ারা বেগমের ঘর পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মো. মশিউর রহমান হুমায়ুন সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

হোসাইনী মোকাম পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিরজুল, পৌর কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. মতি মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি