1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৮ অপরাহ্ন

অ্যাম্বুলেন্সে গাঁজা বহনকালে ডিবির হাতে ধরা ৫

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ১০৬ বার দেখা হয়েছে

রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে অ্যাম্বুলেন্সে গাঁজা বহনকালে ৩২ কেজি গাঁজাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। এসময় গাঁজা বহন কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. রাজু মিয়া, মো. মুরাদ, মো. সজিব মিয়া, মো. সারোয়ার হোসেন ও মো. মুন্না।

শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা জাগো নিউজকে এসব তথ্য জানান।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে রমনা মডেল থানার ওয়ারলেস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
তিনি বলেন, কিছু মাদক কারবারি অ্যাম্বুলেন্সে করে গাঁজা এনে রাজধানীর ওয়ারলেস মোড় এলাকায় অবস্থান করছে বলে গোপন খবর পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে অবস্থানরত একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে ৩২ কেজি গাঁজা জব্দসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এসময় গাঁজা বহন কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্স জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি