1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১১ অপরাহ্ন

আজ শপথ নিবেন প্রাণ গোপাল দত্ত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) শপথ নিচ্ছেন। সংসদ ভবনে ওই শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

তাকে শপথবাক্য পাঠ করাবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার ৬ দিন পর গত রোববার নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ূন কবীর খোন্দকার স্বাক্ষরিত গেজেটের মাধ্যমে অধ্যাপক প্রাণ গোপাল দত্তকে সরকারিভাবে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি