1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন

আরও ১ কোটি ৪০ লাখ ফাইজারের টিকা দেবে যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ১৫৭ বার দেখা হয়েছে

বাংলাদেশকে করোনাভাইরাসের আরও ১ কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই টিকাগুলো বাংলাদেশ কোভ্যাক্সের আওতায় পাবে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো ক্ষুদে বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

ড. মোমেন জানান, বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) অ্যান্টনি ব্লিনকেনের সঞ্চালনায় কোভিড-১৯ বিষয়ে ভার্চুয়ালি এক মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আরও ২৫ জন মন্ত্রী অংশ নেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে ১৪ মিলিয়ন ফাইজারের টিকা দেওয়ার ঘোষণা আসে। এসব টিকা কোভ্যাক্সের আওতায় পাবে বাংলাদেশ।

মোমেন বলেন, ‘বৈঠকে বাংলাদেশ করোনাভাইরাসের টিকা সব দেশের জনসাধারণের জন্য সাশ্রয়ী মূল্যে তৈরি করার দাবি জানায়। বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো যেন স্থানীয়ভাবে এটি উৎপাদনে করতে পারে সেজন্য সহায়তা করার দাবিও জানানো হয়েছে।’

এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশে এখন পর্যন্ত ৭৮ মিলিয়ন মানুষকে টিকা টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে ৪৬ মিলিয়ন প্রথম ডোজ এবং ৩২ মিলিয়ন দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। আমাদের ১৬৫ মিলিয়ন মানুষের শতকরা ৮০ ভাগকে টিকা দিতে আরও টিকার প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি