1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ

আসিফ-কনার নতুন গান ‘সকাল সন্ধ্যা রাত্রি কাটে / তোমার নামে’ (ভিডিও)

বিনোদন ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৪৫৮ বার দেখা হয়েছে

নতুন একটি দ্বৈত গানে কন্ঠ দিলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও দিলশাদ নাহার কনা। ‘সকাল সন্ধ্যা রাত্রি কাটে/ তোমার নামে নামে, ঘুমের আকাশ মধ্যরাতে স্বপ্ন পাঠায় খামে..’-এমন কাব্যিকতার ছোঁয়ায় গানটি লিখেছেন রণক ইকরাম। সুর ও সংগীত পরিচালনা করেছেন জেকে মজলিশ। গানটির ভিডিও নির্মাণ করেছেন জসিম উদ্দিন জাকির।

বৃহস্পতিবার (১ এপ্রিল)  স্বপ্ন মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে। গানের ভিডিওতে মডেল হয়েছেন তারেক জামান ও শাকিলা পারভীন। সিলেট সুনামগঞ্জ, তাহেরপুর, নীলাদ্রি’র মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে গানটি। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। ক্যামেরায় ছিলেন শিউল বাবু।

গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘অন্যরকম কথায় অন্যরকম প্রেমের গান। শ্রোতারা খানিকটা হলেও নতুনত্ব পাবেন।’

গানের গীতিকার রণক ইকরাম বলেন, ‘আসিফ আকবর আর কনার ভোকালে গানটি অন্যরকম ভালো লেগেছে।’

জেকে মজলিশ বলেন, ‘আসিফ ভাইকে সচরাচর এ ধরনের গানে পাওয়া যায় না। কনাও দারুন গেয়েছেন।’

কনা জানান, ‘গাইতে গিয়ে গানটি দারুন উপভোগ করেছি। আশা করছি শ্রোতারাও নিরাশ হবেন না।’

গানের প্রযোজক এমদাদ কাজল বলেন, ‘স্বপ্ন মাল্টিমিডিয়া দর্শকদের ভালো গান দেয়ার চেষ্টা করছে। দ্রুতই আরো কিছু চমক নিয়ে হাজির হবো আমরা।’

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি