1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন

একধাপ পেছালেও সেরা পাঁচেই মিরাজ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ২২৭ বার দেখা হয়েছে

আইসিসি ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ের তালিকায় মেহেদী হাসান মিরাজের এক ধাপ অবনমন ঘটেছে। তবে অবনমন ঘটলেও এখনো শীর্ষ পাঁচেই আছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এর প্রভাব পড়েছে র‍্যাংকিংয়েও। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করা সিরিজ দিয়ে র‍্যাংকিংয়ের চতুর্থ স্থানে উঠে আসা মিরাজ এক ধাপ পিছিয়েছেন। ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া আর কারোরই বলার মত উত্থান হয়নি।

আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাংকিংয়ে মিরাজকে পাঁচে ঠেলে চতুর্থ স্থান দখল করেছেন জাসপ্রিত বুমরাহ। যদিও বুমরাহকেও এক ধাপ পেছাতে হয়েছে। মিরাজ-বুমরাহর পেছানোর কারণ ম্যাট হেনরির রাজসিক উত্থান। বাংলাদেশের বিপক্ষে ভালো করে ৫ ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি।

ব্যাটসম্যানদের র‍্যাংকিং রিয়াদ উঠে এসেছেন ৪০তম স্থানে, যৌথভাবে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলরের সাথে তার অবস্থান। এছাড়া আর কোনো বাংলাদেশির উন্নতি ঘটেনি সর্বশেষ সিরিজের পারফরম্যান্সে। অলরাউন্ডার র‍্যাংকিংয়ে সাকিব আল হাসান এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন, অবস্থান যথারীতি শীর্ষে।

একনজরে আইসিসি ওয়ানডে র‍্যাংকিং

অবস্থান  নাম  রেটিং

১ম ট্রেন্ট বোল্ট ৭৩৭

২য় মুজিব উর রহমান ৭০৮

৩য় ম্যাট হেনরি ৬৯১

৪র্থ জাসপ্রিত বুমরাহ ৬৯০

৫ম মেহেদী হাসান মিরাজ ৬৬৮

৬ষ্ঠ কাগিসো রাবাদা ৬৬৫

৭ম ক্রিস ওকস ৬৬৫

৮ম জশ হ্যাজলউড ৬৬০

৯ম মোহাম্মদ আমির ৬৪৭

১০ম প্যাট কামিন্স ৬৪৬

অলরাউন্ডার

অবস্থান নাম রেটিং

১ম সাকিব আল হাসান ৪০৮

২য় বেন স্টোকস ২৯৫

৩য় মোহাম্মদ নবী ২৯৪

৪র্থ ক্রিস ওকস ২৭৩

৫ম ইমাদ ওয়াসিম ২৭১

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি