1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ১১:৫২ পূর্বাহ্ন

এক বেলা নয়, সারাদিন রিক্সা চালানোর দাবিতে বিক্ষোভের কারণে সড়ক বন্ধ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: এক বেলা নয়, দুই বেলায় রিকশা চালানোর দাবিতে বিক্ষোভ করছে রিক্সা চালক মালিকরা। বিক্ষোভের কারণে সড়ক বন্ধ হওয়ায় বেড়েছে ভোগান্তি। সোমবার বেলা ১১টা থেকে রাজশাহী সিটি করপোরেশনের নগর ভবনের সামনে রিকশা চালক ও মালিকরা এই কর্মসূচি পালন করছে।রিকশা চালকদের বিক্ষোভে সড়কে যান চলাচল সীমিত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রিকশা চালকদের মধ্যে রাস্তার পাশের ব্যবসায়ীদের উত্তেজনা ছড়িয়ে পরে। তবে প্রাথমিক অবস্থায় তার কারণ জানা যায়নি। অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো পরিস্থিত শান্ত করার চেষ্টা করছেন।
রিকশা চালকদের দাবি, তারা এক বেলা নয়, দুই বেলা রিকশা চালাবেন। তা না হলে জমার ও নিজের খরচ উঠাতে পারছেন না তারা। এতে করে জীবন জীবিকা নিয়ে অনেকটাই সমস্যায় পড়তে হতে পারে এমন শঙ্কায় তারা এই কর্মসূচি পালন করছেন। তাদের দাবি মানা না হলে তারাও অটোরিকশা বন্ধ করে দেবেন এমন হুমকিও দিচ্ছেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এছাড়া যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি