প্রতারণার মামলায় এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে রাজধানীর গুলশান থেকে আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ওসি আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। আবুল হাসান বলেন, আবদুর রহমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা আছে। এই মামলায় তিনি পরোয়ানাভুক্ত আসামি। এ জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।