1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৫:৫৭ অপরাহ্ন

এশিয়া কাপ আরচারির ফাইনালে দিয়া-রুবেল জুটি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৯ বার দেখা হয়েছে

এশিয়া কাপ আরচারির ফাইনালে উঠেছে বাংলাদেশ। চায়নিজ তাইপে অনুষ্ঠিত টুর্নামেন্টের রিকার্ভ মিশ্র বিভাগে বাংলাদেশের দিয়া সিদ্দিকী ও আব্দুল হাকিম রুবেল জুটি ফাইনালে উঠেছে। স্বর্ণ পদকের জন্য দিয়া-রুবেল জুটি কাজাখস্তানের বিপক্ষে লড়াই করবে।
আজ শুক্রবার (১৭ মার্চ) সকালে রিকার্ভ মিশ্র বিভাগে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টে মালয়েশিয়াকে হারায়। এরপর সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে টানা তিন সেটেই হারিয়ে ফাইনাল নিশ্চিত করে লাল সবুজের প্রতিনিধিরা।
আরেক সেমিফাইনালে ফিলিপাইনকে হারিয়ে কাজাখস্তান ফাইনালে উঠে। ব্রোঞ্জ লড়াইয়ে অস্ট্রেলিয়া ফিলিপাইনকে হারিয়েছে।
সকালে কম্পাউন্ড মিশ্র বিভাগের খেলাও ছিল। এই ইভেন্টে বাংলাদেশ তেমন ভালো করতে পারেনি। শ্যামলী রায় ও আশিকুজ্জামানের জুটি বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠে। কোয়ার্টারে আজ ১৪৯-১৫২ পয়েন্টে হেরে যায় থাইল্যান্ডের বিপক্ষে।
আজ বিকেলে রিকার্ভ ও কম্পাউন্ড নারী এবং পুরুষ ব্যক্তিগত ইভেন্টের খেলা রয়েছে। আগামীকাল রিকার্ভ, কম্পাউন্ড নারী পুরুষ দলগত ইভেন্ট ও পরশু দিন সকল ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি