1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন

ওবায়দুল কাদেরকে ‘ঘুম পাড়ানো’ নিয়ে যা বলেন চিত্রনায়িকা জাহারা মিতু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

চলচ্চিত্রঅভিনেত্রীজাহারামিতু ‘মিসওয়ার্ল্ডবাংলাদেশ-২০১৭’ সুন্দরীপ্রতিযোগিতারমাধ্যমেকর্মজীবনশুরুকরেন।এরপর শাকিব খানের সঙ্গে  ‘আগুন’ চলচ্চিত্রেঅভিনয়েরমাধ্যমেবাংলাদেশচলচ্চিত্রশিল্পেতারঅভিষেকঘটে।

চলচ্চিত্র অভিনেত্রী জাহারা মিতু এবার আলোচনায় এসেছেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ঘুম পাড়ানি মাসিপিসির খবরে। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে— আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আসতেন অভিনেত্রী জাহারা মিতু। এমন শিরোনামে খবর প্রকাশ হওয়ায় বিষয়টি নিয়ে চটেছেন এ অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে দীর্ঘ একটি স্ট্যাটাসে এর প্রতিক্রিয়া জানিয়েছেন জাহারা মিতু।

মঙ্গলবার একটি পোস্টে এ অভিনেত্রী লিখেছেন— ‘ডিজিটাল যুগে সব কিছুর রেকর্ড থাকে। আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে, তেমনই আমি কোথাও গেলে সেটিরও রেকর্ড থাকবে। কললিস্টেরও রেকর্ড থাকে। এসব বুঝে-শুনে নিউজ করতে হয়।’

তিনি আরও লিখেছেন— ‘দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে, মন্ত্রিপাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদোত্তীর্ণ সবজি সেবনের ফলেই লেখা যায়। এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মে দেখিনি। সত্যিই দেখিনি।‘ তিনি বলেন, ‘এত হেসেছি আমি নিজে, মানুষ আর কতটুকু হাসবে। কোনো সোর্স নেই, আমার বক্তব্য নেই, কোনো প্রমাণ নেই। আর আমার নাম ডিরেক্ট লিখে দিলেন?’

জাহারা মিতু বলেন, ‘একজন রাজনৈতিক ব্যক্তির নামে ভিউ বলে, ভিউবাণিজ্যে এতটা নিচে নামলেন? একবার ভাবলেন না, মেয়েটা আসলেই কোনো দিন ওই ভাইয়ের সঙ্গে একা দেখা করেছে কিনা? তিনি বলেন, খবর নিয়ে দেখেন ভাইয়েরা। এটুকু একটু বের করেন প্লিজ।‘ তিনি বলেন, নিজেদের সাংবাদিক দাবি করেন? সত্যিই দাবি করেন? আজ থেকে আর কইরেন না। আমি চুপচাপ আমার মতো থাকি, থাকতে দেন। কবি তো নীরবই ছিল, মুখটা খুলাইলেন ক্যান?’

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি