1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ১১:১৩ পূর্বাহ্ন

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাতিল হতে পারে টি-টোয়েন্টি সিরিজ!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৮৯ বার দেখা হয়েছে
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাতিল হতে পারে টি-টোয়েন্টি সিরিজ!
কমে আসতে পারে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সফরের পরিধি।

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তিন টেস্টের মধ্যে একটি টেস্ট বাদ দেওয়ার কথা শোনা যাচ্ছিল। নতুন করে জানা গেছে, বাদ হতে পারে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটিও! এমন তথ্যই জানিয়েছে ক্রিকবাজ। গত সপ্তাহে বাংলাদেশ সফর করে গেছেন দুই সদস্যের প্রতিনিধি দল। যাওয়ার আগে জানিয়ে গেছেন তাদের সন্তুষ্টির কথা। যদিও সফর সূচির ব্যাপারে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত আসেনি। জানা গেছে, আগামী সপ্তাহেই হয়তো পূর্ণাঙ্গ সিদ্ধান্ত জানাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
ক্রিকবাজ জানিয়েছে, যত দ্রুত সম্ভব এই সিরিজ শেষ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ। এই কারণে প্রস্তাবিত সিরিজ থেকে একটি টেস্টের পাশাপাশি তারা দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটিও বাতিল করতে চায়। ওয়েস্ট ইন্ডিজের সভাপতি রিকি স্কেরিট অবশ্য সরাসরি কিছু বলেননি। তবে ঠাসা সূচির কথাকেই গুরুত্ব দিয়েছেন। ক্রিকবাজকে তিনি বলেছেন, ‘যেহেতু ২০২০ সালে অনেকগুলো সিরিজ বাতিল হয়ে গেছে। তাই আমাদের আগামী বছরটা ঠাসা সূচিতে ভরপুর থাকবে। আশা করছি, দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।’
এদিকে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানও বলেছেন ছোট হয়ে আসতে পারে সিরিজের পরিধি, ‘সিরিজটি লম্বা হওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে। এমন নয় যে ওরা খেলতে চায় না। তবে ওরা লম্বা সময়ের জন্য করোনা পরিস্থিতিতে থাকতে চাইছে না। তাই একটা সম্ভাবনা আছে যে দুটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট হয়তো না-ও হতে পারে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি