1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ১১:৫৩ পূর্বাহ্ন

করোনাভাইরাসের টিকা নিতে এখন পর্যন্ত ২ লাখ ৯৬ হাজার নিবন্ধন : নাসিমা সুলতানা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬৫ বার দেখা হয়েছে

দেশের করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিতে এখন পর্যন্ত (শনিবার সকাল ১০টা) ২ লাখ ৯৬ হাজার জন নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা। আজ শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে করোনার টিকাদান কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

নাসিমা সুলতানা বলেন, কাল (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে সারাদেশে একযোগে করোনার টিকাদান কার্যক্রম শুরু হবে। রাজধানীতে ৪৩টি সরকারি হাসপাতালে দেওয়া হবে এই টিকা।

করোনার নিবন্ধনে জটিলতার ব্যাপারে তিনি বলেন, সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধনে এখন যে জটিলতা হচ্ছে ধীরে ধীরে তা কেটে যাবে।
বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, জানুয়ারি মাসে যারা টিকা নিয়েছেন তাদের কারও সেভাবে পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দেয়নি। তাই বিভ্রান্ত হবেন না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি