1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
  3. [email protected] : lalashimul :
রবিবার, ০৯ মে ২০২১, ১২:৩৩ পূর্বাহ্ন

করোনায় আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১৩০৮

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ১৫৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৩০৮ জন।

সবমিলিয়ে দেশে মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৮০৩ জনের। আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৯৮ হাজার ৮১৫ জন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও এক হাজার ৫৪৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে তিন লাখ ১৫ হাজার ১০৭ জন হয়েছে।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ। আর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে করোনা মহামারিতে বিশ্বে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা সোয়া চার কোটি ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ১১ লাখ।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে বাংলাদেশের অবস্থান অষ্টাদশ। আর মৃতের সংখ্যায় রয়েছে ৩১তম অবস্থানে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি