1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

কাদের ওপর ভ্যাকসিনের প্রতিক্রিয়া বেশি, উঠে এল সমীক্ষায়

অনলাইন ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ থেকে নিস্তার পেতে বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতেও শুরু হয়েছে ভ্যাকসিন প্রয়োগ। গত ২৯ জানুয়ারি থেকে দেশটির স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কোভিড যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়।

এখন পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যের ৮০ লাখ পুরুষ ও মহিলা ভ্যাকসিন পেয়েছেন। এদের ওপর সমীক্ষা চালিয়েছিল কোচির ইন্ডিয়ান মেডিকেল আসোসিয়েশন। সেই সমীক্ষায় দেখা গেছে, কমবয়সীদের মধ্যে ভ্যাকসিনের প্রতিক্রিয়া বেশি হয়েছে।

২৫ থেকে ৪০ বছর বয়স্ক ভ্যাকসিন গ্রহীতাদের মধ্যে প্রতিক্রিয়া বেশি। মহিলাদের মধ্যে আনুপাতিক হারে বেশি প্রতিক্রিয়া দেখা গেছে।
কোচির ইন্ডিয়ান মেডিকেল আসোসিয়েশন এর ডা. রাজীব জয়দেবনের নেতৃত্বে সমীক্ষক দলটি ৫ লাখ ৩৯ জনের ওপর এই পরীক্ষা চালায়।

কমবয়সীদের মধ্যে ভ্যাকসিন গ্রহণের পর যে প্রতিক্রিয়া দেখা গেছে, সেগুলো এইরকম -ক্লান্তি ৪৫ শতাংশ, মিয়ালজিয়া ৪৪ শতাংশ, জ্বর ৩৪ শতাংশ, মাথাব্যাথা ২৮ শতাংশ, শরীরে ব্যাথা ২৭ শতাংশ, গাঁটে ব্যাথা ১২ শতাংশ, বমিভাব ৮ শতাংশ এবং ডায়রিয়া ৩ শতাংশ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি