প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কুমিল্লার ঘটনার তদন্ত চলছে, কিছু দুষ্টুচক্র বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, জড়িতদের বিচারের আওতায় আনা হবে। আজ বৃহস্পতিবার এই কথা জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, দেশে পূর্ণ অধিকার নিয়ে থাকবেন সকল ধর্মের মানুষ সাম্প্রদায়িক সহিংসতায় যেই জড়িত থাকুক তাদের খুঁজে বের করা হবে।