ক্রমাগতভাবে কোস্টগার্ডকে শক্তিশালী করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) মত কোস্টগার্ডকে সাজানো হচ্ছে।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দফতরে কোস্টগার্ডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে শুভেচ্ছা বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোস্টগার্ডের সফলতা অনেক। কোস্টগার্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট কাজ করা হচ্ছে।
তিনি বলেন, কোস্টগার্ডের পাশাপাশি সীমান্তরক্ষী অন্যান্য বাহিনীকেও আধুনিকায়ন করা হচ্ছে। বাহিনীর সদস্যরা যাতে দ্রুত দুর্গম পাহাড়ি ও উপকুল এলাকায় পৌছাতে পারে সেজন্য রাস্তা নির্মাণ, হেলিকপ্টার দেয়া ও অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। এসব কাজ শেষ হলে সীমান্তে চোরাচালান ও মাদক আসা বন্ধ হবে।