1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন

গরমেও পুলিশকে ফুলহাতা শার্ট পরার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

গরমে সাধারণ পুলিশ সদস্যদের ইউনিফর্ম হিসেবে হাফহাতা শার্ট পরার চল রয়েছে। তবে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় পুলিশ সদস্যদের আবারো ফুলহাতা শার্ট পরার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রায় দেড় বছর পর গত ১১ মার্চ পুলিশ সদর দফতরের এক আদেশে পুলিশের সব সদস্যকে গ্রীষ্মকালীন ইউনিফর্ম (হাফহাতা শার্ট) পরার নির্দেশ দেওয়া হয়, যা ১৬ মার্চ থেকে কার্যকর হয়।

নতুন আদেশে বলা হয়েছে, করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জেলা/ইউনিট প্রধানরা পুলিশ সদস্যদের সুরক্ষিত অবস্থায় দায়িত্ব পালনের সুবিধার্থে পোশাক পরিবর্তনের নির্দেশ দিতে পারেন। এক্ষেত্রে তারা নিজ নিজ এলাকার আবহাওয়া বিবেচনা করে পুলিশ সদর দফতরকে জানিয়ে ফুলহাতা শার্ট পরার নির্দেশ জারি করতে পারবেন।

তবে চলতি বছরের ১৫ নভেম্বরের আগে হাফহাতা শার্ট পরার নির্দেশনা জারি করলে পুলিশ সদর দফতরকে অবহিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি