গাইবান্ধায় দর হাসপাতালে পৌর মেয়র’র নিজ অর্থায়নে ECG ইকোয়মেন্ট প্রদান
রানা রহমান
আপডেট :
শনিবার, ৬ মার্চ, ২০২১
৩৫৫
বার দেখা হয়েছে
বিশেষ প্রতিনিধি গাইবান্ধা :গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পৌর মেয়র মহোদয় এর নিজ অর্থায়নে ECG ইকোয়মেন্ট প্রদান করা হয়েছে এর উদ্ধোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি ও পৌর মেয়র মহোদয় জনাব মোঃ মতলুবর রহমান।