শনিবার ভোরে (১৩ নভেম্বর) মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। আত্মহত্যাকারী সানা রেজওয়ান সেলিম (১৪)। শুক্রবার রাত আড়াইটার দিকে গুলশান-২, ৪১ নম্বর রোডের ৪৮/১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
গুলশান থানার ডিউটি অফিসার (এসআই) শিল্পী আক্তার জানান, ১২ তলা বাড়িটির ১০ তলাতে বাবা-মায়ের সাথে থাকতো সানা। তার বাবা গার্মেন্টস ব্যবসায়ী রেজওয়ান সেলিম। উত্তরার সানবিমস স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো সানা। দুই বোনের মধ্যে সে ছিল ছোট। তার বড় বোন দেশের বাইরে থাকেন।
তিনি আরও জানান, শুক্রবার বাবা-মায়ের সাথে মনোমালিন্যর কারণে ৯ তলা থেকে লাফিয়ে নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহতের ফুফু বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।