1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:৪১ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে ধানক্ষেতে থেকে কিশোরের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৬২৮ বার দেখা হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের বটতলা গ্রামের পার্শ্ববর্তী টকোরগাড়ী নামক স্থান থেকে দিলবর নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করে বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের পুলিশ।

১৩ সেপ্টেম্বর সকালে এলাকাবাসী ধানখেতে লাশ দেখতে পেয়ে বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

জানা যায়, শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের আলাল উদ্দীন প্রামাণিক এর পুত্র দিলবর প্রামাণিক বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানিয়েছেন, বিকালে আনুমানিক ৫.০০ ঘটিকার সময় জীবিকার দাগীদে দিলবর ব্যাটারী চালিত অটোভ্যান নিয়ে বেড় হয়। অনেক রাত পর্যন্ত সে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে।

ভোর বেলা এলাকাবাসীর মাধ্যমে জানতে পারে বটতলা এলাকায় এক কিশোরের লাশ ধানক্ষেতে পাওয়া গেছে।

সংবাদ পেয়ে তার মা দোলেনা বেগম এসে তাদের সন্তান দিলবার বলে সনাক্ত করে।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অটোভ্যান ছিনতাই কালে ছিনতাইকারীকে চিনতে পারলে তাকে হত্যা করা হয়েছে।

মৃত দিলবরের গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া যায় এবং একটি জুতা রাস্তার পাশে পাওয়া যায়।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি