1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন

ছাত্র জনতার গণ আন্দোলনে শহীদ জুয়েল রানার পরিবারকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৩ বার দেখা হয়েছে

সাজাদুর রহমান সাজু: ছাত্র জনতার গণ আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে গোবিন্দগঞ্জে উপজেলার শালমারা ইউনিয়নের শাখাহাতী বালুয়া গ্রামের বাসিন্দা যুবদল নেতা শহীদ জুয়েল রানার পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান ও শহীদ জুয়েল রানার কবর জিয়ারত করেন বিএনপির নেতৃবৃন্দ।

শেষে শাখাহাতী বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহবায়ক ও দলের নির্যাতিত,ত্যাগী নেতা জনাব ফারুক আহম্মেদের সভাপতিত্বে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সম্মানিত সদস্য জনাব আলহাজ্ব ডঃ মুহাম্মদ শামীম কায়সার লিংকন, গাইবান্ধা জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা ও ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট কর আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুল হক সরকার বাবলু, উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব রেজানুল হাবিব রফিক,পৌর বিএনপি’র আহ্বাযক রবিউল
কবির মনু, সদস্য সচিব আবু জাফর লেলিন,উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাব হোসেন পাতা, পৌর বিএপির ১নং সদস্য মনোয়ার হোসেন রাজু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি হাসানুর রহমান চৌধুরীর ডিউক,যুগ্ম আহবায়ক অধ্যাপক জোবায়রুল হক, চলতি দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু, সহ উপজেলা পৌর ও শালমারা ইউনিয়ন, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

শহীদ জুয়েল রানার কবর জিয়ারত ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি