1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন

জাতীয় অর্থনীতিতে প্রকাশিত হওয়ায় রাস্তা ফিরে পেল স্কুল পড়ুয়া আযাহার আলী গং পরিবারটি

সাদুল্লাপুর থেকে লাবলু
  • আপডেট : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

জাতীয় অর্থনীতি পত্রিকায়  প্রকাশিত  শিরোনামে ধাপেরহাটে একমাস ধরে যাতায়াতের একমুখী রাস্তাটি অবরুদ্ধ একটি পরিবার,  অবশেষে আদালতের রায়ে  রাস্তা ফিরে পেল স্কুল পড়ুয়া আযাহার আলী গং পরিবারটি। 

গত ১৫সেপ্টেম্বর ২০১৯ তারিখে  জাতীয় অর্থনীতি পত্রিকায় প্রকাশিত শিরোনামে –ধাপেরহাটে এক মাস ধরে একমুখী রাস্তাটি বন্ধ থাকায় অবরুদ্ধ একটি পরিবার। ৷ গাইবান্ধার  সাদুল্লাপুরে ধাপেরহাটে বোয়ালীদহ গ্রামে কোরবানি মাংসের ভাগবাটোয়ারা নিয়ে আযাহার আলী গং ও প্রতিবেশী গাবুর আলীর সাথে গন্ডগোল হয়।  এতে আহত হয় পাঁচ জন।এ নিয়ে সাদুল্লাপুর নির্বাহী অফিসারের নিকট অভিযোগ হয়।
জাতীয় অর্থনীতি সহ বিভিন্ন পত্রিকায় অবরুদ্ধ পরিবার টির পক্ষে  খবরটি প্রকাশিত হয়। হতাহতের ঘটনায় স্হানীয় সামাজিকভাবে  ফয়সালা না হলে স্কুল পড়ুয়া আযাহার আলী গং পরিবারটি গাইবান্ধা বিজ্ঞ  আদালতে  একমুখী  বসতবাড়ীর রাস্তাসহ দখলিয়  ৯ শতাংশের উপর মামলা দায়ের করে। অপরের দিকে প্রতিপক্ষ গাবুরআলী গংরা দাবি করে আসছিলো তাদের মোট জমি ৮ শতক হওয়ায় কোন রাস্তা নেই।
দুই বছর ধরে উভয় পক্ষের যুক্তিতর্ক  শুনানি শেষে আদালত  স্কুল পড়ুয়া আযাহার আলী গং  অবরুদ্ব পরিবারটির পক্ষে গত ১ এপ্রিল ২০২১ ইংতারিখে রায় দিয়ে থানার অফিসার ইনচার্জকে বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন।
সে মোতাবেক বুধবার ৭ এপ্রিল ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই  শহিদুল ইসলাম ও এ এস আই  আলমগীর হোসেন   ঘটনাস্থলে গিয়ে  উভয় পক্ষ ও স্হানীয় ব্যাক্তিদের  নিয়ে আদালতের রায় বাস্তবায়ন করেন।
দুই বছর পর একমুখী যাতায়াতের রাস্তা বন্ধ থাকা  অবরুদ্ধ স্কুল পড়ুয়া আযাহার  আলী গং পরিবারটি রাস্তা ফিরে পাওয়ায় তাদের মাঝে   ঈদের দিন শুরু হয়েছে  এবং  সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি