1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:২১ অপরাহ্ন

জোভানের অভিযোগ নিয়ে মুখ খুললেন ফারিণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩ বার দেখা হয়েছে

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। দীর্ঘ একযুগ ধরে অভিনয়ের সঙ্গে তার নিত্য আসা-যাওয়া। এর ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। সরাসরি নাম প্রকাশ না করে সম্প্রতি সংবাদ মাধ্যমে সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি।

তবে অভিযোগের সুর কার প্রতি? এমন প্রশ্নের উত্তরে কারও নাম সরাসরি না নিলেও তিনি জানান, কিছুদিন আগে ‘জানেমান তুই আমার’ নামে একটা নাটক প্রচার হয়েছে। কিন্তু নাটক বলে এটা নিয়ে আমার যিনি সহশিল্পী তিনি কোনো প্রচারণাই করছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট নেই এটা নিয়ে। অথচ ওটিটির কাজ নিয়ে তিনি কিছুক্ষণ পরপর পোস্ট দিচ্ছেন, সেটা নিজের কাজ না হলেও। এটা কোন ধরনের কাজ হলো!

নাটকের নাম নেওয়াতে জানা যায় সেই নাটকে জোভানের সহশিল্পী ছিলেন তাসনিয়া ফারিণ। যদিও তিনি এখন দেশের বাইরে। তবুও একটি গণমাধ্যমে এ বিষয়ে মুখ খুলেছেন।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারিণ বলেন, “এখানে আসলে বলার কিছু নেই। জোভান ভাইয়ের সঙ্গে তো অনেক কাজ হয়েছে আমার। তিনি সত্যিকার অর্থেই চমৎকার সহশিল্পী এবং আমি তাকে সম্মান করি। এই নিউজ প্রকাশের দুদিন আগেও তিনি আমাকে মেসেজ দিয়েছিলেন, সিডনিতে আমি একটি কনসার্ট উপভোগ করেছিলাম, ওটা প্রসঙ্গে জানতে। তার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ আলাপ হয়েছে। তো যখন এই নিউজে তার বক্তব্য দেখলাম, আমি বিস্মিত হয়েছি!”

তিনি আরও বলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে এর চেয়ে বড় বিষয়েরও সুন্দর সমাধান করা যেত। অথচ ‘জানেমান তুই আমার’ নাটক প্রসঙ্গে নির্মাতা কিংবা অভিনেতা কেউই নাকি তার সঙ্গে আলাপ করেননি। তিনি (জোভান) কিংবা নির্মাতা কেউই আমার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেননি। যেহেতু আমরা একই ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি আশা করি একে-অন্যের প্রতি আরেকটু শ্রদ্ধাশীল হবো। আর অবশ্যই এটা বলতে চাই, জোভান ভাইয়ের এই বক্তব্য দেখে আমি অনেক কষ্ট পেয়েছি।

প্রসঙ্গত, সম্প্রতি ‘আঁধারের ফুল’ শিরোনামের নতুন একটি নাটকের শুটিং করেন জোভান। পথিক সাধনের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেন সাফা কবির। অন্যদিকে, ফারিণ আছেন অস্ট্রেলিয়াতে। সেখানে শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’র শুটিং করছেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি