1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:২০ অপরাহ্ন

জোসেফের বলে তামিমের বিদায়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৫১৬ বার দেখা হয়েছে

তামিমের বিদায়ে ভাঙল জুটি

আলজারি জোসেফের ওভারের শুরুতে একটা সুযোগ দিয়েছিলেন তামিম ইকবাল। সেটা কাজে লাগাতে পারেননি আকিল হোসেইন। পরের সুযোগ ছিল আরও সহজ, সেটা কাজে লাগাতে কোনো ভুল করেন তিনি।

জোসেফের শর্ট বল লেগে ঘুরিয়েছিলেন তামিম। ঠিক মতো খেলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ধরা পড়েন মিডউইকেটে। ভাঙে ১২১ বল স্থায়ী ৯৩ রানের জুটি।

৮০ বলে তিন চার ও এক ছক্কায় তামিম করেন ৬৪। ২৮ ওভারে বাংলাদেশের স্কোর ১৩১/৩। ক্রিজে সাকিব আল হাসানের সঙ্গী মুশফিকুর রহিম।

তামিমের ফিফটি

জেসন মোহাম্মেদের বলে সিঙ্গেল নিয়ে পঞ্চাশ স্পর্শ করলেন তামিম ইকবাল। ওয়ানডেতে বাঁহাতি এই ওপেনারের ৪৯তম ফিফটি।

প্রথম ২৯ বলে ২৮ রান করা তামিম কিছুটা গুটিয়ে নেন নিজেকে। পরের ২২ রান আসে ৪১ বলে। ৭০ বলে পঞ্চাশ স্পর্শ করার পর মোহাম্মেদকে ছক্কায় ওড়ান বাংলাদেশ অধিনায়ক। ইনিংসে স্বাগতিকদের প্রথম ছক্কা।

এর আগের ওভারের শেষ বলে সাকিবের ব্যাট থেকে আসে বাউন্ডারি। ১৫ ওভারের মধ্যে যা বাংলাদেশের প্রথম।

২৬ ওভারে বাংলাদেশের স্কোর ১২০/২। তামিম ৭৩ বলে ৫৭ ও সাকিব ৫০ বলে ৩৩ রানে ব্যাট করছেন।

বাংলাদেশের একশ

দশম ওভারে পঞ্চাশ ছোঁয়া বাংলাদেশের রান তিন অঙ্কে গেছে ২২.২ ওভারে। প্রথম পঞ্চাশে দুটি উইকেট হারানো স্বাগতিকরা পরের পঞ্চাশে হারায়নি কোনো উইকেট।

আপাতত একটু সাবধানী তামিম ইকবাল ও সাকিব আল হাসান। এক-দুই নিয়ে সচল রেখেছেন রানের চাকা। ২৩ ওভারে বাংলাদেশের স্কোর ১০২/২। তামিম ৪৭ ও সাকিব ২৫ রানে ব্যাট করছেন।

তৃতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়েন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। ছবি: সুমন বাবু

তামিম-সাকিব জুটিতে পঞ্চাশ

বাংলাদেশের সফলতম জুটির একটির স্রষ্টা তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তৃতীয় উইকেটে ৬৪ বলে গড়েছেন ৫০ রানের জুটি। ওয়ানডেতে এটি তাদের পঞ্চদশ ফিফটি জুটি।

বাংলাদেশের তৃতীয় জুটি হিসেবে ওয়ানডেতে দুই হাজার রানের মাইলফক স্পর্শ করেছেন তামিম ও সাকিব। এর আগে এই কীর্তি আছে কেবল মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম (২১৪৪) এবং মুশফিক ও সাকিব (৩১৫৬) জুটির।

২০ ওভারে বাংলাদেশের স্কোর ৯১/২। তামিম ৫৩ বলে ৪৩ ও সাকিব ৩৪ বলে ২০ রানে খেলছেন।

রানের জন্য তামিম-সাকিবের সংগ্রাম

জুটির শুরুতে দ্রুত রান তুলছিলেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। হঠাৎ করেই যেন ভাটা পড়েছে রানের গতিতে।

১২ ওভার শেষে স্কোর ছিল ৬৫/২। পরের ৭ ওভারে এসেছে কেবল ২১ রান। ১৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৮৬/২। নিজেদের একদম গুটিয়ে নিয়েছেন দুই বাঁহাতি ব্যাটসম্যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি