1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার ও নাশকতা ঠেকাতে সিসি ক্যামেরা আওতায় ২৫০ কিলোমিটার

রিয়াজ উদ্দীন মাসুম
  • আপডেট : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

রিয়াজ উদ্দীন মাসুমঃ

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত ২৫০ কিলোমিটার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ৪৯০টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ  শুরু হয়েছে। ১৫২ কোটি ৫৬ লাখ টাকা ব্যায়ে স্থাপন করা ক্যামেরায় মহাসড়ক সম্পূর্ণ নজরদারিতে আসবে।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের অংশ হিসাবে এবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বসছে সিসিটিভি ক্যামেরা।ফলে নাশকতা ও অপরাধ প্রবণ এই উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটবে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।সিসিটিভি ক্যামেরাগুলো যেকোনো ধরনের অপরাধ সনাক্ত করা সম্ভব হবে।এর ফলে মহাসড়কে গাড়ির দুর্ঘটনার হার কমে আসবে।এছাড়া মালামাল চুরি-ডাকাতি ও নাশকতা চাঁদাবাজী ইভটিজিংসহ  সব ধরনের অপরাধ কমে আসবে।বলে ধারণা করছে সংশ্লিষ্টরা

ভূমিকা রাখবে।গত বছরের ২৩ জুন হাইওয়ে পুলিশের সব সক্ষমতা বৃদ্ধির প্রকল্পের আওতায় মহাসড়কে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ দেওয়া হয়। এতে ধার হয়েছে ১৫২ কোটি ৫৬ লাখ টাকা।কাজটি শেষ করার কথা ছিল চলতি বছরের জুনে।কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রকল্পটির কাজ পায় স্মার্ট গ্রুপ নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান।হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল  ডিআইজি বরকতউল্লাহ খান বলেন সিসিটিভি ক্যামেরা  স্থাপনের কাজ দ্রুত সম্পূর্ণ করা হবে।এর ফলে সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে।এবং দুর্ঘটনা ঘটিয়ে যেকোনো গাড়ি পালিয়ে গেলে সেটাও দ্রুত সনাক্ত করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি