1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ

দল থেকে বহিষ্কার হলেও বঙ্গবন্ধুর রাজনীতি করব: কাদের মির্জা

অনলাইন ডেস্ক
  • আপডেট : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪১১ বার দেখা হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘যত চাপই আসুক মাঠ থেকে সরে যাবো না। অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। আমাকে যদি দল থেকে বহিষ্কার করা হয় তবুও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি করব।’
বসুরহাটের রূপালী চত্বরে শনিবার সকালে সংবাদ সম্মেলনে কাদের মির্জা এসব কথা বলেন।
তিনি বলেন, ‘কোম্পানীগঞ্জসহ নোয়াখালীর সর্বত্র অপরাজনীতি চলছে। সর্বত্র টেন্ডারবাজি, অনিয়ম ও দুর্নীতিতে ছেয়ে গেছে। এ সবের বিরুদ্ধে আমি কথা বলায় প্রতিনিয়ত আমার ওপর হামলা হচ্ছে।’
কাদের মির্জা অভিযোগ করেন, ‘নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম হাজারী অস্ত্র সরবরাহ করেছে। অস্ত্রধারীরা বর্তমানে কোম্পানীগঞ্জে অবস্থান করছে। যে কোনো মুহূর্তে তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে।’

তিনি বলেন, ‘এ অবস্থা থেকে পরিত্রাণ চায় মানুষ। আমি আমার অবস্থানে অবিচল থাকব। নিজের অবস্থানে থেকেই বঙ্গবন্ধুর রাজনীতি করে যাব।’

এদিকে কোম্পানীগঞ্জে সকাল-সন্ধ্যা হরতালের ডাক কিছুটা শিথিল করেছেন কাদের মির্জা। তিনি জানান, শনিবার দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল চলমান থাকবে। তবে তার দাবি না মেনে নেওয়া হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন বলে হুঁশিয়ারি করেন কাদের মির্জা।
উল্লেখ্য, নোয়াখালী ও ফেনীর দুই সাংসদের অপরাজনীতি বন্ধে ব্যবস্থা গ্রহণ এবং নোয়াখালীর ডিসি, এসপি, কোম্পানীগঞ্জ থানার ওসি ও পরিদর্শক তদন্তকে প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে আবদুল কাদের মির্জা হরতাল ডাকেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি