1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

নাট্যাঙ্গনে ইনামুল হকের অবদান স্মরণীয় হয়ে থাকবে’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও শিক্ষক ড. ইনামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১১ অক্টোবর) বিকালে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, নাট্যাঙ্গনে ইনামুল হকের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ড. ইনামুল হক সোমবার বিকাল তিনটার দিকে রাজধানীর কাকরাইলের ইসলামী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, ইনামুল হক কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন। সোমবার দুপুরে অবস্থা গুরুতর হলে তৎক্ষণাৎ তাকে কাকরাইলের ইসলামী হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকাল তিনটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ড. ইনামুল হক ১৯৪৩ সালের ২৯ মে ফেনী সদরের মটবীতে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছেন ফেনীর পাইলট হাই স্কুলে। এরপর ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে অনার্স ও এমএসসি। এছাড়া তিনি মানচেস্টার ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রিধারী।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) দীর্ঘ ৪৩ বছর শিক্ষকতা করেছেন ইনামুল হক। এর মধ্যে তিনি ১৫ বছর রসায়ন বিভাগের চেয়ারম্যান এবং দুই বছর ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিনের দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি