1. admin@jatioarthonitee.com : admin :
  2. arthonite@gmail.com : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৪ মে ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

নায়িকার বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ, শ্যামল মাওলার সংসার ভাঙার গুঞ্জন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

বেশ ঢাকঢোল পিটিয়ে বিয়ে করেছিলেন। তার আগে প্রেম করেছেন দুজনে অনেকদিন। বলা হচ্ছে অভিনেতা শ্যামল মাওলা ও মডেল মাহা শিকদার দম্পতির কথা। গত বছরের (১০ অক্টোবর) তারা বিয়ে করেন। এটি ছিলো শ্যামলের দ্বিতীয় বিয়ে। এ দম্পতি সুখে ছিলেন বলেই শোনা যাচ্ছিলো।

কিন্তু হঠাৎ সে সুখের সংসারে যেন দুঃখের আগুন জ্বলে উঠলো। একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নায়িকার বিরুদ্ধে সংসার ভাঙার চেষ্টার অভিযোগ এনেছেন শ্যামলের স্ত্রী মাহা। যার মানে হয়, ওই নায়িকা তার স্বামীর সঙ্গে পরকীয়ায় মজেছে। এর প্রভাবে ভাঙার পথে তার সংসার।

১৩ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে মাহা নিজের ফেসবুকে ওই নায়িকার নাম উল্লেখ করে তার সংসার ভাঙার অভিযোগ আনেন। তিনি লেখেন, ‘কারো সংসার নষ্ট করার আগে ভাবা উচিৎ আপনিও একজন মেয়ে।’

পরে স্ট্যাটাসটা ডিলিট করে দেন তিনি। অবশ্য তার আগেই স্ট্যাটাসটির স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। যা জাগো নিউজেরও সংরক্ষণে রয়েছে।

কিছুক্ষণ পর মাহা আরও একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি শ্যামলের সংসারে সুখে আছেন দাবি করে লেখেন, ‘কি আজব..! কারো জন্য কোন কিছু লেখা যাচ্ছে না । আমি আমার Husband কে নিয়ে কোন অভিযোগ করিনি । আগে যেনে পরে কিছু লিখবেন journalist ভাইয়ারা । আমরা আপনাদের দোয়াতে ভাল আছি আলহামদুলিললাহ।’

সেখানে তিনি সুখে আছেন বলে দাবি করেন। তবে প্রথমে একজন নায়িকাকে সংসার ভাঙার জন্য দায়ী করে তিনি কোন সংসারে কেমন সুখে আছেন তা বোধগম্য নয়।

এ বিষয়ে তার মতামত জানতে যোগাযোগ করা হলে মাহার মুঠোফোনের নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এ নিয়ে অভিনেতা শ্যামল মাওলাও মুখ খুলেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি