1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:৩৬ অপরাহ্ন

নুসরাতের মা হওয়া নিয়ে যা বললেন কোয়েল মল্লিক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ১৩৫ বার দেখা হয়েছে

ব্যক্তিগত জীবনটা সুখময় হচ্ছে না টালিউড নায়িকা নুসরাত জাহানের। প্রথম সন্তান কোলে আসার পর তাকে ঘিরে আলাদা ভুবন তৈরি করার কথা ছিল এ নায়িকার। কিন্তু নুসরাতকে উল্টো সামাল দিতে হচ্ছে সমালোচনা।

গত কয়েক মাস ধরেই এসব ব্যক্তিগত বিষয়ে কটাক্ষের শিকার এ নায়িকা। বিশেষ করে গত ২৬ আগস্ট নুসরাতের কোলজুড়ে আসা ছেলেসন্তানের বাবা কে?— এ প্রশ্নেই মুখর ছিল কলকাতার সোশ্যাল মিডিয়া।

এ বিষয়ে নুসরাত এখনবধি সরাসরি কিছু না বললেও ইতিপূর্বে জানা গেছে, তার সন্তানের বাবা অভিনেতা যশ দাশগুপ্ত। যদিও যশ ও নুসরাত স্বামী-স্ত্রী নন।

অবশ্য এই বিপদের সময়ে নুসরাতের পক্ষে দাঁড়িয়েছেন তার সহকর্মীরা। টালিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক নুসরাতের পক্ষ হয়ে বলেছেন, এ বিষয়ে বাইরে থেকে মন্তব্য করা অনুচিত।

সম্প্রতি কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘নুসরাত নিজের জীবনে যেটি ঠিক বলে মনে করেছে, সেটিই করেছে। তার ফলের মুখোমুখি ওকেই হতে হবে, অন্য কাউকে নয়। তাই বাইরে থেকে মন্তব্য করাটাও এ ক্ষেত্রে একেবারেই অনুচিত। নুসরাতকে পরামর্শ দেওয়ার অধিকার তাদেরই রয়েছে, যারা জীবনের প্রতিটা মুহূর্তে ওর পাশে থাকেন, যারা ওর সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। কোনো দায়িত্ব ছাড়াই বাইরে থেকে উপদেশ দিয়ে চলে যাওয়া খুব সহজ। কারও মূল্যবোধ বা আদর্শের সঙ্গে আমার না-ই মিলতে পারে, কিন্তু সেটি নিয়ে বিচার বা মন্তব্য করার কোনো অধিকার আমার নেই।’

তবে মা হওয়াটা গর্বের ও দারুণ ব্যাপার জানিয়ে কোয়েল বলেন, নুসরাত যখন মা হয়েছিল, ওকে শুভেচ্ছা জানিয়েছিলাম। মনে হয়েছিল, একজন মা যখন সন্তানের জন্ম দেন, তাকে ঘিরে একটা পজিটিভলি থাকা দরকার।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি