1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৭:৪৬ অপরাহ্ন

ন্যাটোর নেটওয়ার্ক হ্যাকের চেষ্টা করেছিল রুশ হ্যাকারেরা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৬৬ বার দেখা হয়েছে

রুশ হ্যাকারেরা সম্প্রতি ন্যাটোর নেটওয়ার্ক হ্যাক করার চেষ্টা করেছে দাবি করছে গুগল। এ ছাড়াও তারা পূর্ব ইউরোপের বেশ কয়েকটি দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেটওয়ার্ক ঢোকার চেষ্টা করেছে বলেও দাবি করা হয়।

তবে কোন কোন সামরিক বাহিনীকে হ্যাকারেরা নিশানা করেছে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। রুশ-ভিত্তিক গ্রুপ ‘কোল্ড্রাইভার’ অথবা ‘ক্যালিস্ট্রো’ হ্যাকিংয়ের এ কাজ চালায় বলে দাবি করা হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নতুন ইমেইল অ্যাকাউন্ট তৈরি করে এ অভিযান পরিচালনা করেছিল ওই হ্যাকার গ্রুপ। তবে, ওই অভিযান কী পরিমাণ সাফল্য পেয়েছে, তা জানা যায়নি।

এর আগে মার্কিন কর্মকর্তারা বারবার সতর্ক করেছিলেন যে, রাশিয়া এবং রুশ-সমর্থিত হ্যাকার গ্রুপগুলো হুমকির কারণ হতে পারে।

অন্যদিকে এ ধরনের সাইবার হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
খবর বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি