রাজধানীর নয়া পল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে ১১টার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে। নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে সমাবেশ করতে জড়ো হয়েছিলেন বিএনপির নেতা-কর্মীরা। এসময় তারা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতেও স্লোগান দেন। নয়া পল্টনে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী জড়ো হওয়ায় আশেপাশের এলাকাগুলোতে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।