ফিরোজ আহমেদ জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ ১১ মার্চ’২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল ১১ টায় পটুয়াখালী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের আয়োজনে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে ও এসকল ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগান সম্মিলিত প্লাকার্ড, ফেস্টুন ব্যানার নিয়ে কয়েক শতাধিক শিক্ষার্থীরা অংশগ্ৰহন করে বিক্ষোভ মিছিল বের করেন এবং কলেজ গেটে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।