1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রচার
ব্র্যাক ব্যাংক ও বিকাশ নীরব ॥ বিষয়টি জানতে সরকারের চিঠি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রচার<br>ব্র্যাক ব্যাংক ও বিকাশ নীরব ॥ বিষয়টি জানতে সরকারের চিঠি
মোবাইলের স্ক্রীনশট থেকে নেয়া বিজ্ঞাপনের ছবি

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভিডিও বিজ্ঞাপন প্রচার করা হয় বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত প্রাইভেট ব্যাংক ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারী কোম্পানি বিকাশ এর এ্যাপ থেকে। এ ঘটনা প্রকাশের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, ডিএমপি ঢাকাসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহ গুরুত্বের সঙ্গে তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জাতীয় অর্থনীতিকে জানিয়েছেন। এ ঘটনার বিস্তারিত পর্যালোচনা করে তথ্য মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ হিসেবে প্রেস ইনফরমেশন বিভাগের মাধ্যমে বিকাশ কোম্পানির কাছের কৈফিয়ত তলব করে চিঠি প্রেরণ করা হয়েছে। সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার জাতীয় অর্থনীতিকে এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দফতরে নির্দেশ প্রদান করেছেন বলে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাতীয় অর্থনীতিকে জানিয়েছেন।
এ বিষয়ে জাতীয় অর্থনীতি অনুসন্ধানে জানা গেছে, মোটা অংকের টাকার বিনিময়ে গুগলের মাধ্যমে বিকাশ এ্যাপসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভিডিও বিজ্ঞাপনটি প্রচার করা হতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনী ও আইটি অপরাধ নিয়ন্ত্রণ বিভাগের পক্ষ থেকে বিশ্লেষণ করা হচ্ছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিকাশের এ্যাপ হিসাব ওপেন করার পর সংশ্লিষ্ট ভিডিও বিজ্ঞাপনটি দেখা যায়। রাতেই বিষয়টি সরকারের শীর্ষ মহলে অবহিত হবার পর ঐ বিজ্ঞাপনটি অপসারণ করে বিকাশ এ্যাপ। এ বিষয়ে জাতীয় অর্থনীতি সংবাদ প্রচার করে। দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার শীর্ষ সংবাদ প্রকাশ করে। বিষয়টি সম্পর্কে ব্র্যাক ব্যাংক লি. ও বিকাশের কর্মকর্তাদের অবহিত করা হলেও এ রিপোর্ট প্রকাশের আগ মুহূর্ত পর্যন্ত কোন ভাষ্য পাওয়া যায়নি।
এ রিপোর্ট প্রকাশের পর দেশের সচেতন মানুষ, আওয়ামী লীগের নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা যে কোন মূল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি