বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চাহিদামতো বকশিশের টাকা না পেয়ে অক্সিজেন খুলে দেয় ওয়ার্ড বয় দুলু। এতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক রোগীর মৃত্যু হয়। ঘটনার পর থেকে পলাতক দুলুকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুলুকে আটক করে র্যাব।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
তিনি বলেন, বকশিশের টাকা না পেয়ে অক্সিজেন মাস্ক খুলে দেওয়ায় রোগীর মৃত্যুর ঘটনায় ওয়ার্ড বয় দুলুকে ঢাকা থেকে আটক করেছে র্যাব।
এ বিষয়ে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখা পরিচালক।