1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৭ অপরাহ্ন

বরখাস্ত হতে পারেন কাউন্সিলর ইরফান সেলিম

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৫২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
সাময়িক বরখাস্ত হতে পারেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম। মাদক নিয়ন্ত্রণ আইনে ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে এক বছরের সাজা হওয়ায় আইন অনুযায়ী তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হবে। সিটি করপোরেশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র স্থানীয় সরকার বিভাগে গেলে এ সংক্রান্ত আদেশ জারি করা হবে।

স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলাল উদ্দিন আহমেদ মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যে কোনও কাউন্সিলর বা জনপ্রতিনিধির বিরুদ্ধে আদালত কর্তৃক সাজা প্রদানের অভিযোগের বিষয়টি সিটি করপোরেশন হয়ে লিখিত আকারে মন্ত্রণালয়ে গেলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি সাময়িক বরখাস্ত হবেন।

তবে দক্ষিণ সিটি করপোরেশন থেকে এ বিষয়ে এখনও কোনও উদ্যোগ নেওয়া হয়েছে কিনা তা জানতে করপোরেশনের সচিব মোহাম্মদ আকরামুজ্জামানকে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি