বার ও বেঞ্চের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে চলার আহ্বান জানিয়েছেন ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন।
রোববার (৯ মার্চ) কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ঢাকার নবনির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এ অভিমত ব্যক্ত করেন।
মো. হেলাল উদ্দিন বলেন, কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে আইন-আদালত বিষয়ে সচেতনতা সৃষ্টি করবে। এ ছাড়া বর্তমানে আদালত প্রাঙ্গণে পরিস্কার-পরিচ্ছন্নতার যে কার্যক্রম চলমান আছে, তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
তিনি বলেন, আদালতের রাস্তা-ঘাট আরও সুন্দর কীভাবে করা যায়, তা নিয়ে গণপূর্তের সঙ্গে আলোচনা করা হবে। সর্বোপরি আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা যেন বজায় থাকে তার জন্য সাংবাদিকদের সচেষ্ট থাকার অনুরোধ জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকারিয়া হায়দার ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমানসহ অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি সদস্য ও উপদেষ্টামণ্ডলীর সদস্যরা