1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মাজারে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার এখন থেকে জুলুম নয়, করদাতাদের স্বস্তি দেয়া হবে : এনবিআর চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি গ্রেপ্তার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জেএসসি ও এসএসসির নম্বরের সমন্বয়ে এইচএসসির ফল সীমান্ত হত্যা বন্ধে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ফারহান হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ   বাংলাদেশ-ভারতের বাণিজ্য সম্পর্ক অত্যন্ত জোরালো: অর্থ উপদেষ্টা খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু স্বৈরাচারের পরিণতির নিদর্শন হিসেবে গণভবনকে জাদুঘর বানানো হবে: উপদেষ্টা নাহিদ

বিশ্বে করোনায় মৃত্যু ২৯ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ২৭৩ বার দেখা হয়েছে

ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস। বিশ্বের বিভিন্ন জনপদে চরম আতঙ্ক ও মৃত্যুর বিভীষিকা ছড়িয়েছে ভাইরাসটি। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৯ লাখ এবং আক্রান্ত হয়েছে ১৩ কোটি ৩৬ লাখের বেশি মানুষ।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৩৬ লাখ ৮০ হাজার ৫৬৬ জন এবং মৃত্যু হয়েছে ২৯ লাখ ৯০৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৭৮ লাখ ১০ হাজার ৮৩ জন। করোনা থেকে সুস্থ হয়েও মানসিক-স্নায়বিক সমস্যায় ভুগছেন অনেক মানুষ। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য।

যুক্তরাষ্ট্রের ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ কভিড নেগেটিভ আসার পরেও স্নায়ুবিক সমস্যায় ভুগছেন। এদের মধ্যে বেশির ভাগ মার্কিন নাগরিক। কভিড রোগীদের মধ্যে স্ট্রোক,বিষণ্ণতা, অন্যান্য স্নায়বিক সমস্যা দেখা গিয়েছে, যা সাধারণত দেখা যায় না। তবে যারা করোনার মারাত্মক সংক্রমণের শিকার হয়েছেন তাদের ক্ষেত্রেই এই লক্ষণগুলো দেখা দিয়েছে।

বাংলাদেশে সম্প্রতি করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের বেশি সংক্রমণ হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। সম্প্রতি আইসিডিডিআরবি’র এক গবেষণায় এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, গত ১৮ থেকে ২৪ মার্চের মধ্যে আইসিডিডিআরবি’র বিজ্ঞানীরা করোনা রোগীদের প্রায় ৫৭টি নমুনার জিনোম সিকোয়েন্স বিশ্লেষণ করেছেন। এর মধ্যে, ৪৬টি অর্থাৎ ৮০ শতাংশেরও বেশি দক্ষিণ আফ্রিকার করোনা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে ভারত। দেশটিতে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা। রেকর্ড পরিমাণ আক্রান্ত ও মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়।

ভারতে ২৪ ঘণ্টায় এক লাখ ১৫ হাজার ৭৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, যা একদিনে সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ২৮ লাখ এক হাজার ৭৮৫ জন।

ব্রাজিলে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এক দিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (৬ এপ্রিল) ব্রাজিলে ৪ হাজার ১৯৫ জনের মৃত্যু হয়েছে। খবর এএফপির।

এ পর্যন্ত দেশটিতে প্রায় ৩ লাখ ৩৭ হাজার মানুষের মৃত্যু হলো। মৃত্যুর হারে যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলের অবস্থান। ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর তথ্যানুসারে, দেশটিতে সংক্রমিত  মানুষের সংখ্যা ১ কোটি ৩১ লাখের বেশি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮২ হাজারের বেশি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি