1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন

বৈষম্য ‍বিরোধী ছাত্র আন্দোলনে জেএটিভির সাংবাদিকগনের উপর হামলা গুলি বর্ষন সহ ক্যামেরা, মটর সাইকেল ছিনতাই ও  গাড়ি ভাংচুরে থানায় মামলা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১ বার দেখা হয়েছে

উত্তাল জুলাই ও আগষ্টের বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলনের শুরু থেকেই সংবাদ সংগ্রহে জেএটিভির সাংবাদিকগন প্রথম সাঁড়ির কাতারে থেকেই সংবাদ সংগ্রহ করেছেন। তারই ধারাবাহীকতায় যখন  ফ্যাসিষ্ট সরকারের পতন প্রায় নিশ্চিত অবস্থানের মুখোমুখি বিজয়ের ঠিক দুই দিন আগে ,গত ৩রা আগষ্ট  জেএটিভির  সিনিয়র রিপোর্টার  ওমর ফারুক রবিন  নিয়মিত অফিসিয়াল  এসাইনমেন্ট  অনুযায়ী তিনি ও তাঁর সহকর্মী জেএটিভির সাংবাদিকগন  দায়িত্ব পান কাঁচপুর  ব্রীজ চৌরাস্তা  মোড় হইতে য়াত্রাবাড়ী  চৌরাস্তা পর্যন্ত, সংবাদ সংগ্রহের  দায়িত্বে তিনি  সহ তার সহকর্মী  সিনিয়র ক্যামেরা পার্সন খোকা আমিন। রিপোর্টার নাঈম চৌধুরী  সহ  স্টার্ফ রিপোর্টার  শাহ আলম , সকাল আট ঘটিকায় এসাইনমেন্ট লেটার  স্বাক্ষর শেষে জেএটিভির উক্ত প্রতিনিধি দল  সংবাদ সংগ্রহের জন্য কাঁচপুর ব্রীজের চৌরাস্তায় যান, এ সময় তাদের সঙ্গে আড়ালের চোঁখ টেলিভিশনের সাংবাদিক উম্মে রুমা সিমু ও কহিনূর কনা  উপস্থিত ছিলেন।আহত সাংবাদিকগনের  ভাষ্যমতে এ সময়  জেএটিভির  প্রতিনিধি  দল জানতে পারেন, চিটাগাং রোডস্থল হাজী ইব্রাহীম শপিং কমপ্লেক্স ও ডাচবাংলা ব্যাংক শিমরাইল শাখায় লুটপাট চলিতেছে।তখন জেএটিভির সিনিয়র রিপোর্টার  ওমর ফারুক রবিন তাঁর সহকর্মী  ভিকটিমগন সহ তাদের পরিবহনের জন্য ব্যবহৃত  মটর সাইকেল যাহার নম্বর- কিশোরগঞ্জ- ল-১১-১০৪২ ও একটি প্রাইভেটকার যাহার নম্বর- ঢাকা মেট্রো-গ-১৪-১৩৭৮, যোগে বেলা  ১১:৩০ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌছালে দেখতে পান যে, নিম্নে  উল্লেখিত মামলায় এজাহার ভূক্ত  আসামীগনদের মধ্যে (১-৯) নং আসামীগনের  নেতৃত্বে (১০-৪০) নং আসামীগন দলবদ্ধ হয়ে ডাচবাংলা ব্যাংক শিমরাইল শাখায় আগুন জ্বালাচ্ছে এ সময় তিনি ও তাঁর সহকর্মী সিনিয়র ক্যামেরা পার্সন খোকা আমিন  ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করতে থাকে। ডাচ বাংলা ব্যাংকে আগুন লাগানোর ভিডিও ফুটেজ সংগ্রহ কালে তিনি ও তাঁর সহকর্মীগন দেখিতে পান যে, ১-৪০ নং এজাহার ভূক্ত আসামীগনের অনেকের হাতে দেশীয় অস্ত্র সহ আগ্নেয়াস্থ আছে।তিনি ও তাঁর সহকর্মী ক্যামেরার মাধ্যমে ভিডিও ফুটেজ সংগ্রহের জন্য অর্গ্রবতী হইলে ১-১৫ নং এজাহার ভূক্ত আসামীগন অবৈধ অস্ত্র হাতে এগিয়ে আসতে থাকে। এ সময় দুপুর আনুমানিক ১২ ঘটিকায় (১-৪০) নং এজাহার ভূক্ত আসামীগন হইতে গুলি ছুড়িলে তিনি ও তাঁহার সহকর্মী ভিকটিম খোকা আমিন ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন। এ সময়ে জেএটিভির সিনিয়র রিপোর্টার ওমর ফারুক রবিন এর মাথার পিছনে ও বাম পার্শে গুলি লাগে  এবং তাহার সহকর্মী ভিকটিম খোকা আমিন এর মাথার পিছনে ও পিঠে গুলি লাগে পরবর্তীতে ভিকটিম রিপোর্টার নাঈম চৌধুরী তাহাকে ও ভিকটিম খোকা আমিন কে  বাঁচানোর জন্য এগিয়ে আসলে তাকেও আসামীগন লাঠি দিয়ে আঘাত করে আর বলতে থাকে তরা সব রাজাকার, আজকে তোদের সকলকে জানে মেরে ফেলবো। এ সময়  ভিকটিম খোকা আমিনের  হাতে ধরে রাখা ( Sony NX 200) ক্যামেরা, যাহার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৪৫ হাজার টাকা, ভিকটিম রিপোর্টার নাঈম চৌধুরীর হাতে  থাকা মোবাইল ফোন Oppo A3 pro,  পকেটে থাকা ২৫,০০০/-  পঁচিশ হাজার টাকা, ভিকটিম স্টার্ফ রিপোর্টার শাহ আলম, এর হাতে থাকা ক্যামেরা ( Sony NX 200), যাহার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৪৫ হাজার টাকা, পকেটে থাকা মোবাইল ফোন Oppo A3 pro, ও ৬,০০০/- টাকা , ভিকটিম উম্মে রুমা সিমুর হাতে থাকা বুম, গলায় ১ ভরি ওজনের স্বর্নের চেইন নিয়ে যায় ও শ্লীতাহানী  করে তাহার ওড়না ছিনিয়ে তাহার ডান পার্শ্বের গায়ের  জামা ছিড়ে ফেলে  এ সময়  ভিকটিম উম্মে রুমা সিমুকে বাঁচাতে ভিকটিম কহিনূর কনা তাঁহাদের বহনকৃত প্রাইভেটকার থেকে বাহির হয়ে  এগিয়ে আসলে আসামীগন ভিকটিম কহিনূর কনা তাহার হাতে থাকা Panasonic-P2/4k ভিডিও ক্যামেরা  ছিনিয়ে নেয় এবং প্রাইভেট কার ঢাকা মেট্রো-গ-১৪-১৩৭৮ ভাংচুর করে। এ সময়ে ১-৪০ নং  এজাহার ভূক্ত আসামীগন সহ আরো অজ্ঞাত প্রায় ৪০ জন আসামী তাহার মোটর সাইকেল যাহা Hero Hunk 150 সি,সি (কালো রং ) যাহার  রেজি: নং : কিশোরগঞ্জ ল-১১-১০৪২ (যাহার আনুমানিক মূল্য ২,১০,০০০/-, দুই লক্ষ দশ হাজার টাকা) মটর সাইকেলে  ঝুলিয়ে রাখা লাইভ টেলিকাষ্টিং এর জ্যাকপেক যাহার আনুমানিক  মূল্য -১২,৫০,০০০/-,( বার লক্ষ পঞ্চাশ হাজার টাকা) ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে জেএটিভির সিনিয়র রিপোর্টার ওমর ফারুক রবিন সহ তাঁহার সহকর্মী জেএটিভির সাংবাদিক ভিকটিমগনকে  স্থানীয় লোকজন ও ছাত্ররা অটো রিকশা যোগে  ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরন করেন। তিনি ও তাঁহার  সহকর্মী ভিকটিমগন চিকিৎসা শেষ করে সুস্থ হয়ে ঘটনাস্থল সিদ্বিরগঞ্জ থানায় আসিলে থানার কার্যক্রম বন্ধ থাকায় মামলা করিতে বিলম্ব হয়।পরবর্তীতে  ৫ সেপ্টেমম্বর জেএটিভির পক্ষে সিনিয়র রিপোর্টার ওমর ফারুক রবিন বাদী হয়ে এজাহার দাখিল করিলে সিদ্বিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দীক এজাহার অদ্য ইং ০৫/০৯/২৪ তারিখ ২০.৫০ ঘটিকার সময় থানায় প্রাপ্ত হয়ে সিদ্বিরগঞ্জ থানায় মামলা নং ৭, তারিখ:- ০৫/০৯/২০২৪ইং ধারা ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৩৭৯/১১৪ পেনাল কোড ১৮৬০ রুজু করেন, যাহাতে আসামী  (১) মুজিবুর রহমান (৬০), সভাপতি নারায়ণগঞ্জ থানা আওয়ামীলীগ,  পিতা মৃত রজব আলী  সাং মিজমিজি, সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ।  (২) ইয়াসিন (৫৮) , সাধারণ সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ  পিতা: মুলফত আলী,  সাং মিজমিজি, সাহেব পাড়া সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। (৩) নুরুজ্জামান জজ (৫০),  সভাপতি মোটর চালক লীগ নারায়ণগঞ্জ জেলা,  পিতা: বদর উদ্দিন  সাং টেকপাড়া ৪ নং ওয়ার্ড চেয়ারম্যান বাড়ি, সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ।(৪) শাহজালাল বাদল (৪০), কাউন্সিলর ৩ নং ওয়ার্ড  পিতা:  নূর সালাম  সাং সিমরাইল, চিটাগাং রোড, সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। (৫) নুর উদ্দিন (৩৮), কাউন্সিলর ৪ নং ওয়ার্ড  পিতা: মৃত বদর উদ্দিন  সাং সিমরাইল,  সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। (৬) মতিউর রহমান (মতি) (৩৯), কাউন্সিলর ৬ নং ওয়ার্ড, পিতা: মৃত বাদশা মিয়া  সাং গুদনাইল,  সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। (৭) হাবিবুল্লাহ হবুল (৬০), পিতা মৃত আহসান উল্ল্যাহ সাং ওয়াপদা কলোনি, ৪ নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। (৮) জালাল উদ্দিন( ৫৯), পিতা: মৃত সোনা মিয়া  সাং সিমরাইল , গ্লাস ফ্যাক্টরি  সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। (৯) শামসুদ্দিন (৫৭), পিতা মৃত সোনা মিয়া সাং সিমরাইল, গ্লাস ফ্যাক্টরি  সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। (১০) কবির হোসেন (৩৫),  পিতা: মৃত মুল্লুক চাঁন  পূর্ব কলা বাগ ৫ নং ওয়ার্ড  সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। (১১) শাহাব উদ্দিন (৪২), পিতা: নাজিম উদ্দিন সাং পাইন্নাদি, মিজমিজি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। (১২) হেদায়েত উল্ল্যাহ প্রফেসর (৬০), পিতা: অজ্ঞাত সাং পাইন্নাদি, মিজমিজি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। (১৩) ইলিয়াস (৩৪), পিতা: আনোয়ার হোসেন, কমিশনার,  মিজমিজি ১ নং ওয়ার্ড  সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। (১৪) হাসান (২৮) , পিতা: আব্দুল হাই মেম্বার, সাং বউবাজার অবদা কলোনি  ৪ নং ওয়ার্ড  সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ।(১৫) আব্দুল হাই (৫৮), পিতা: অজ্ঞাত সাং বউবাজার, অবদা কলোনি, ৪ নং ওয়ার্ড  সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। (১৬) আশরাফুল(৩৮),  পিতা: মতিন ম্যাকানিক  সাং ওমরপুর ৫ নং ওয়ার্ড  সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। (১৭) শহীদ (৩৬),  পিতা: মৃত আলী হোসেন  সাং ওমরপুর ৫ নং ওয়ার্ড  সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। (১৮) আমির হোসেন(৪২),  পিতা-মৃত আজিজ খলিফা সাং ওমরপুর ৫ নং ওয়ার্ড  সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। (১৯) প্রকৌশলী আমিনুল ইসলাম(৫৮),  পিতা: অজ্ঞাত  সাং আইয়ুব নগর  সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। (২০) শরিফ (৩৮), পিতা: আলী আকবর মুন্সী  সাং ওমরপুর ৫ নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। (২১) শেখ মোহাম্মদ ফরিদ (তুষার) (৩০), পিতা: শেখ মোহাম্মদ ইসমাইল  সাং মিজমিজি  সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। (২২) আলম চান(৪২),  পিতা: মৃত আউয়াল সাং ওমরপুর ৫ নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। (২৩) রাজিব (৩২,) পিতা মজিবর  সাং পাথর পাড়া আইয়ুব নগর ৪ নং ওয়ার্ড  সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ।(২৪) রাজু (৪৫) , পিতা: মৃত তাজন ভূঁইয়া সাং মিজমিজি দক্ষিণপাড়া সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। (২৫) শফিকুল ইসলাম (৩৬), পিতা: মৃত শহীদ চেয়ারম্যান সাং আব্দুল আলী পোল, মিজমিজি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ।(২৬)আরিফ (৩৫) ,পিতা: রহমত আলী  মিজমিজি দক্ষিণপাড়া  সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। (২৭) কবির হোসেন (৩৮), পিতা: তরিকুল  সাং উত্তর আজিবপুর ৪ নং ওয়ার্ড  সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। (২৮) সামাদ ব্যাপারী (৫২), পিতা: আব্দুল মান্নান ব্যাপারী  সাং পাইনাদী মিজমিজি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। (২৯) সানোয়ার হোসেন (৩৮), পিতা: রমিজ উদ্দিন ভূইয়া সাং কদমতলী, নয়াপাড়া সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। (৩০) মতিউর রহমান সাগর (৩৭), পিতা: আতাউর রহমান  সাং কলাবাগপূর্ব  সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। (৩১) আবু বক্কর সিদ্দিক (৫৭), পিতা: মুলফত আলী  সাং মিজমিজি  সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ।(৩২) নজরুল ইসলাম  (৪৯), পিতা: মকবুল হোসেন হাওলাদার  সাং ভূমি পল্লী  সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ।(৩৩) নাজিম উদ্দিন নাজু (৬৫), পিতা: সমির উদ্দিন  সাং মিসমিজি কান্দাপাড়া  সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ।(৩৪) আমির ভান্ডারী (৬০), পিতা: মাইন উদ্দিন সাং আটি ওয়াবদা কলোনী, সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ।(৩৫) মো: কাইয়্যুম (৫০),পিতা: চাঁন কসাই, সাং কসাইপাড়া  উত্তর আজিবপুর,সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ।(৩৬) মিজানুর রহমান (৫০), পিতা: হাবিবুর রহমান সাং, মাদ্রাসা রোড কলা বাগান পশ্চিম,সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ।(৩৭) নজরুল ইসলাম (৫৯), পিতা মগবুল হোসেন হাওলাদার সাং ভূমি পল্লী, সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। (৩৮) লোকমান(৬২), পিতা: লুৎফর রহমান সাং বাগমারা সানার পাড়,সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। (৩৯) আনোয়ার হোসেন আশিত (৪২), পিতা: জহির উদ্দিন ভূইয়া সাং চৌধুরী পাড়া মিজমিজি,সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ।(৪০) মতিউর রহমান সুমন (৪৫), পিতা: মৃত: মোহাব্বত আলী, সাং: সাইনবোর্ড,নার্সারী নারায়ণগঞ্জ সদর, সহ আরও ৩০-৪০ জন অজ্ঞাত সকলেই আওয়ামীলীগের দুস্কৃতকারী, আসামীগনকে গ্রেফতার সহ  ছিনতাইকৃত মালামাল উদ্ধারে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন সিদ্বিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দীক।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি