আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান উপকমিটি আয়োজিত সাম্প্রদায়িক অপশক্তির সহিংসতায় ক্ষতিগ্রস্থ পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে মনবিক উপহার প্রদান অনুষ্ঠানে একথা বলেন।
তিনি বলেন,বিএনপি নির্বাচনে না আসলেও সময়মত আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, সাম্প্রদায়িক হামলার সময় তৃণমূল সংখ্যালঘুদের পাশে দাঁড়ায়নি আওয়ামী লীগ নেতারা। তাদের নীরব দর্শকের ভূমিকা পালন করা দুঃখজনক। যমুনা টিভি
তিনি বলেন, স্থানীয় আওয়ামী লীগ সতর্ক থাকলে নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা কোনোভাবেই ঘটতো না। এই ঘটনা তাঁকে দুঃখ ও লজ্জা আমাকে দিয়েছে।
তিনি আরও বলেন, ভোটের সময় হিন্দু সম্প্রদায়ের কাছে সবাই ভোট চাইতে যায়। কিন্তু তাদের ওপর হামলার সময় আওয়ামী লীগের মতো এত বড় রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মীরা কেন নিশ্চুপ ছিল তার জবাব খুজে বের করা গুরুত্বপূর্ণ।