1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
  3. [email protected] : lalashimul :
মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৭:০৩ অপরাহ্ন

ভারতে হিমবাহ ধস: নিহত বেড়ে ২৬, নিখোঁজ ২০০

অনলাইন ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৩ বার দেখা হয়েছে

ভারতে উত্তরাখন্ডের চামোলি জেলায় নন্দাদেবী শিখরের কাছে রবিবার হিমবাহ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। উত্তরাখন্ডের রাজ্য সরকার সোমবার সন্ধ্যায় জানান, এখনও ১৯৭ জন নিখোঁজ রয়েছেন।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, উদ্ধার অভিযানে দুই হাজারের বেশি জন কাজ করছেন। যার মধ্যে সেনা, আধাসামরিক বাহিনী এবং পুলিশ আছেন। উত্তরখণ্ডের পুলিশ প্রধান বলেছেন, সোমবার পর্যন্ত ২৬টি মরদেহ উদ্ধার করা হয়।
হিমবাহ ধসের কারণে অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদীতে ভয়াবহ বন্যার দেখা দিয়েছে। সেখানে ভাটিতে যে ঋষিগঙ্গা বিদ্যুৎকেন্দ্র রয়েছে, বন্যার প্রথম আঘাতটা সেখানেই আছড়ে পড়ে। এছাড়া পানির তোড়ে পাঁচটি সেতু ভেসে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি।

এর আগে, উত্তরাখন্ডের স্টেট ডিজ্যাস্টার রেসপন্স ফোর্সের (রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী) ডিআইজি ঋধিম আগরওয়ালকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই বিদ্যুৎকেন্দ্রের দেড়শোরও বেশি কর্মীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি