1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৬:৫২ অপরাহ্ন

মাহমুদউল্লাহর সুযোগ শেষ হয়নি : হাথুরুসিংহে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৯ বার দেখা হয়েছে

কয়েক দিন আগে মিডিয়া পাড়ার বড় খবর ছিল ওয়ানডে দল থেকে মাহমুদউল্লাহ রিয়াদের বাদ পড়া। আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে স্কোয়াডে নাম নেই রিয়াদের। তবে কি অভিজ্ঞ এই অলরাউন্ডারের ক্রিকেটারের ক্যারিয়ারে এখানেই ফুলস্টপ বসতে যাচ্ছে! সমর্থকদের এমন খটকা কিছুটা হলেও দূর করে দিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। টাইগারদের প্রধান কোচ জানালেন, রিয়াদের ক্যারিয়ার শেষ হয় যায়নি।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের আগের দিন দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন হাথুরু। সেখানে রিয়াদের ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, ‘আমাকে ব্যাখ্যা করার সুযোগও দিলেন না। আপনার নিজের মতামত দিলেন, এটা আসলে মতই। আমি মনে করি না সে অতীত হয়ে গেছে।’
হাথুরুসিংহে বলেন, ‘আমরা যেটা করতে চাচ্ছি, বিশ্বকাপের আগে আমাদের প্লেয়ারের পুল বড় করতে। যদি বিশ্বকাপের কাছে গিয়ে কিছু হয়, তখন যেন যথেষ্ট খেলোয়াড় থাকে আমরা দেখেছি বা বিশ্বাস করতে পারি কোনো দায়িত্বের জন্য এমন।’
বিশ্বকাপের আগে পাইপলাইন মজবুত করতেই রিয়াদে মতো পরীক্ষিত ক্রিকেটারের দলে বাইরে রেখেছে টিম ম্যানেজমেন্ট, এমন ইঙ্গিত দিলেন হাতুরু। তিনি বলেন, ‘ওই সুযোগটা আমরা নিতে চাই, বিশ্বকাপের আগে ১৫টা ম্যাচ আছে। আমরা চেষ্টা করছি ভূমিকা রাখতে পারে এমন খেলোয়াড়দের সুযোগ দিতে। মাহমুদউল্লাহ এখনও আছে।’
নতুন যারা সুযোগ পেয়েছেন তারা ভালো খেললে রিয়াদের ফেরার সম্ভাবনা কতটুকু এমন প্রশ্নে হাথুরু বলেন, ‘উত্তর দেওয়ার জন্য এটা অনেক কঠিন প্রশ্ন। কারণ আপনারা চাচ্ছেন এটা খুঁজতে আমরা মাহমুদউল্লাহকে নিয়ে কী ভাবছি। মাহমুদউল্লাহ অনেক কিছু করেছে, অভিজ্ঞতা আছে। আমরা জানি সে কী দিতে পারে। আমরা চাই অন্য খেলোয়াড়রাও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ নিক। স্কিলের ব্যাপার না, এই ছেলেদের ক্যারেক্টার দেখা। এর মানে এই না যে কেউ ভালো করলেই মাহমুদউল্লাহ শেষ, এখনো যথেষ্ট ম্যাচ বাকি আছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি