কিছুক্ষণ আগে রংপুরের পীরগঞ্জ উপজেলার করিমগঞ্জ রামনাথপুর ইউনিয়নের কসবা হিন্দু জেলে পল্লীতে আগুন দিয়ে ভস্মীভূত করা হয়েছে । পুরো গ্রামবাসী এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন । গৃহহীনরা সনাতন ধর্মাবলম্বী । আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্বের সময় বলে গিয়েছিলেন ” সাবধান , তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না । তোমাদের পূর্ববর্তীরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ধ্বংস হয়েছে ” । আমি মুসলিম , ইসলাম আমার ধর্ম । আল্লাহ এক ও অদ্বিতীয় । তিনি ছাড়া কোন মাবুদ নেই । আমার ধর্ম কে কলুষিত করার অধিকার আপনাদের কে দিয়েছে ? আপনারা যারা এই ধরনের কাজে লিপ্ত হয়েছেন তারা কি মুসলিম ? তারা যদি মুসলিম হয়ে থাকেন তাহলে নবীজির বাণী মানছেন না কেন ? তাহলে আপনারা কিসের মুসলিম ? মুসলমানদের কাজ কি ? মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া ? তাদের নির্যাতন করে হত্যা করা ? দেশে অশান্তি সৃষ্টি করা ? এই দেশে জন্মগ্রহণকারী প্রতিটি নাগরিকের এই দেশে বসবাস করার অধিকার আছে । সে অধিকার আপনাদের মত মুসলমান নামধারী অমানুষরা কেড়ে নিতে পারে না । যার যার ধর্ম সে সে পালন করবে । ধিক্কার জানাই আপনাদের ।