1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন

রাজধানীর হাজারীবাগে সিলিন্ডার বিস্ফোরণে অজ্ঞাত এক নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

রাজধানীর হাজারীবাগ থানার বেড়িবাঁধ এলাকায় আর. এস. সি এন জি গ্যাস স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর।

মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে ট্রাকে গ্যাস নেয়ার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। হাজারীবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সজল বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা হাজারীবাগ থানা এলাকায় টহল ডিউটিতে ছিলাম। হঠাৎ বিকট শব্দ হয়। জানতে পারি বেড়িবাঁধের সিএনজি স্টেশনে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় ট্রাকের পাশে থাকা এক নারী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক অজ্ঞাত ওই নারীকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, অজ্ঞাত ওই নারীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি