1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন

রূপালী ব্যাংকের সঙ্গে থাকতে চায় নগদ

অনলাইন ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৩ মার্চ, ২০২১

রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা চলমান রাখতে আগ্রহ প্রকাশ করেছে নগদ। একইসঙ্গে নগদ বাংলাদেশ কমার্স ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও যমুনা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা দিতে চায়।

বুধবার (১০ মার্চ) করেছে দেশের উদীয়মান মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান নগদ ব্যাংক চারটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আলাদাভাবে প্রস্তাব দিয়েছে।

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদের কাছে পাঠানো প্রস্তাবনায় নগদ’র ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ বলেছেন, বাজার সূত্রে আমরা জানতে পেরেছি আপনাদের মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান শিওরক্যাশ খুব শিগগিরই সেবা বন্ধ করে দিচ্ছে। রূপালী ব্যাংক নগদ’র মাধ্যমে মোবাইল ব্যাংকিং সেবা কার্যক্রম চলমান রাখতে পারে। আমাদের সেবা নিয়ে আপনাদের চলমান সংকট সমাধান খুব সহজ হতে পারে। সেবা দেওয়ার আগ্রহ প্রকাশ করছি।

রাহেল আহমেদ বলেন, সেবা ব্যবস্থার যে কোনো ধরনের সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকের সঙ্গে কাজ করতে চায় নগদ। আমরা একই ধরনের প্রস্তাব আরও তিনটি ব্যাংকে দিয়েছি।
ব্যাংকগুলো, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক ও যমুনা ব্যাংক লিমিটেড।

প্রগতি সিস্টেমের সেবা শিওরক্যাশের মাধ্যমে গ্রাহককে মোবাইল ব্যাংকিং সেবা দিতো চারটি ব্যাংক। সেবার ধরণ পরিবর্তন করায় এসব ব্যাংকের সেবা দিতে পারবে না প্রগতি সিস্টেম। চলতি বছরের ৫ এপ্রিলের মধ্যে সব ধরনের লেনদেন ও অন্যান্য প্রয়োজনীয় নথি হস্তান্তর করবে প্রগতি সিস্টেম।

বর্তমানে সরকারের নিয়ন্ত্রণে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর গ্রাহক সংখ্যা ৩০ মিলিয়নের বেশি। দেশ-বিদেশিসহ ৭ শতাধিক কর্পোরেট গ্রাহক রয়েছে। সারাদেশে ১৫টি ব্যাংকের এবং ১৫ হাজার মার্চেন্ট ডিস্ট্রিবিউটর ১ লাখ ৯০ হাজারের বেশি এজেন্টদের মাধ্যমে সেবা দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি