1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৭:১০ পূর্বাহ্ন

রেকর্ডসংখ্যক রাশিয়ান ফিনল্যান্ডে চলে গেছে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৬ বার দেখা হয়েছে

২০২২ সালে তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি রেকর্ডসংখ্যক রাশিয়ান প্রতিবেশী ফিনল্যান্ডে স্থানান্তরিত হয়েছে। বুধবার প্রকাশিত এক সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানা যায়।
ফিনল্যান্ড পরিসংখ্যান অনুসারে, গত বছর রাশিয়া থেকে ফিনল্যান্ডে মোট ৬,০০৩ জন স্থানান্তরিত হয়েছে। এতে দেশটি অভিবাসনের শীর্ষস্থানীয় দেশে পরিণত করেছে।
প্রায় ৫০ হাজার লোক দেশটিতে স্থানান্তরিত হওয়ায় সামগ্রিকভাবে অভিবাসন বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে গড়ে ২৯ হাজার থেকে ৩৬ হাজার এর মধ্যে ছিল। ১৯৯০-এর দশকের গোড়ার দিক থেকে রাশিয়া থেকে ফিনল্যান্ডে বার্ষিক অভিবাসন ৩,১০০ জনের নিচে ছিল।
ফিনিশ ইমিগ্রেশন সার্ভিসের ডেভেলপমেন্ট ডিরেক্টর জোহানেস হিরভেলা এএফপিকে বলেছেন, এই মুহূর্তে রাশিয়া থেকে অনেকেই সরে আসছে। বিষয়টি অবশ্যই ইউক্রেন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত।
তিনি আরও বলেন, অনেকে রাশিয়ান আশ্রয় প্রার্থী হিসেবে এসেছেন, আবার একই সময়ে অনেকেই কাজের সন্ধানে আসছেন।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি