শনিবার কক্সবাজারের টেকনাফ উপজেলাস্থ শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৩ ব্লক থেকে রোহিঙ্গা ডাকাত তোহা গ্রুপের সক্রিয় সদস্যকে আটক করেছে এপিবিএন পুলিশের টহলদল। আটক রোহিঙ্গা মো. জুবায়ের (২৮) ওই ব্লকের নুর মোহাম্মদ ছেলে।
জানা যায়, রোহিঙ্গা জুবায়ের অস্ত্র মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
একইদিন নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে পাঁচ রোহিঙ্গা উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পালিয়ে আসে। পালিয়ে আসা রোহিঙ্গারা হচ্ছে- ভাসানচরের ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি/১৩ ব্লকের মো. কাশিমের ছেলে আবু তৈয়ব (৩০), তার পরিবারের তিন সদস্য ও রোহিঙ্গা দুলু বেগম (৬৫)।