1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০১ অপরাহ্ন
শিরোনামঃ

লক্ষ্মীপুরে বীমা দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৪১১ বার দেখা হয়েছে

লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়র সামনে জাতীয় বীমা দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ।এ সময়ে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেন আকন্দ, উপস্থিত জীবন বীমা কর্পোরেশনের লক্ষ্মীপুর জেলা ইনচার্জ মোঃ জাফর আহমেদ, সাধারণ বীমা কর্পোরেশনের ইনচার্জ মোঃ সালা উদ্দিন, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লক্ষ্মীপুর জেলা ইনচার্জ মোঃ মোতাহের হোসেন চৌধুরী, পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লক্ষ্মীপুর জেলা ইনচার্জ মোঃসিহাব উদ্দিন, ডেলটা ইসলামী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লক্ষ্মীপুর জেলা ইনচার্জ মোঃ মুক্তার আহমেদ সাহেদ,ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লক্ষ্মীপুর জেলা ইনচার্জ মোঃ আলমগীর হোসেন,সন্ধানী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লক্ষ্মীপুর জেলা ইনচার্জ মোঃ আব্দুল কাদের,সানফ্লাওয়ার লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লক্ষ্মীপুর জেলা ইনচার্জ মোঃ কামাল হোসেন, প্রগ্রেসিভ লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লক্ষ্মীপুর জেলা ইনচার্জ মোঃ হিমেল কামাল, সান লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লক্ষ্মীপুর জেলা ইনচার্জ মোঃ বেলায়েত হোসেন, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লক্ষ্মীপুর জেলা ইনচার্জ মোঃ কাজী নাঈম উদ্দিন, ডায়মন্ড লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লক্ষ্মীপুর জেলা ইনচার্জ মোঃ হানিফ হোসেন, বেস্ট লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লক্ষ্মীপুর জেলা ইনচার্জ মোঃ মেজবা উদ্দিন, (এন,আর,বি,)গ্লোবাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লক্ষ্মীপুর জেলা ইনচার্জ মোঃ আবুল খায়ের, স্বদেশে লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লক্ষ্মীপুর জেলা ইনচার্জ মোঃ বেলায়েত হোসেন সহ প্রমুখ উপস্থিতিতে প্রধান বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেন আকন্দ।তিনি শুরুতে বলেন আজ জাতীয় বীমা দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠানে সঞ্চয় কিভাবে করা যায় এবং আগামী দিন গুলো ভালো হবে ভবিষ্যতকে উজ্জ্বল করতে চাই এবং দরকার আছে বলে জানান তিনি আরও বললেন, প্রতিবছর ১ মার্চ সারা দেশে দিবসটি পালিত হয়। এ উপলক্ষ্যে এবারও বিভিন্ন আয়োজন হাতে নিয়েছে সরকার এবং এ খাতের উদ্যোক্তারা কেন্দ্রে বীমা দিবসের আলোচনার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতির অভিযোগের কারণে এ খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. মোশাররফ হোসেনকে মূল অনুষ্ঠানের মঞ্চে বসতে এবং বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। উল্লেখ্য, ১৯৬০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্সে যোগদান করেছিলেন। ফলে দিনটিকে প্রতিবছর বীমা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেয় এ খাতের উদ্যোক্তারা। সরকারও এর অনুমোদন দিয়েছে। এ উপলক্ষ্যে প্রতিবছর মেলার আয়োজন করা হলেও করোনার কারণে এবার অনুষ্ঠান সীমিত করা হয়েছে লক্ষ্মীপুরে। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে বীমা দিবসের প্রতিপাদ্য ‘মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার।’ বীমা দিবস উপলক্ষ্যে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার বীমার গুরুত্ব ও সুফল জনগণের কাছে পৌঁছাতে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। বীমা শিল্পের উন্নয়নে জাতির পিতার দেখানো পথই আমরা অনুসরণ করছি। ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে আমরা এ ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ নিয়েছি। পুরাতন বীমা আইন-১৯৩৮কে রহিত করে সময়োপযোগী ‘বীমা আইন-২০১০’ এবং ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন-২০১০’ প্রণয়ন করে বীমা অধিদপ্তরকে বিলুপ্ত করে ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’ গঠন করা হয়েছে। বিদেশগামী বাংলাদেশি কর্মীদের জন্য প্রবাসী কর্মী বীমা, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি মোকাবিলায় হাওড় এলাকায় সীমিত পরিসরে আবহাওয়া সূচকভিত্তিক শস্য বীমা চালু করা হয়েছে।এছাড়াও সকল বীমা কোম্পানি র কর্মকর্তারা বিভিন্ন জেলার মধ্যে দিয়ে এই জাতীয় বীমা দিবস কর্মসূচি পালন করা হয় পরে আলোচনা সভা অনুষ্ঠানটি শেষ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি