1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন

শ্রীবরদীতে স্কুল পরিচালনার দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

আরএম সেলিম শাহী
  • আপডেট : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৮০ বার দেখা হয়েছে
শেরপুরঃ দেশব্যাপী করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। করোনার বিস্তার রোধে সারাদেশের সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে শেরপুর শ্রীবরদীতে গোপনে স্কুল পরিচালনা করছে কিছু শিক্ষা প্রতিষ্ঠান। খবর পেয়ে  ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
২২ মার্চ সোমবার সকালে সহকারি  কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর শহর ও ভায়াডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় শ্রীবরদী বাজারের প্লাস পাবলিক স্কুল থেকে ১০ হাজার টাকা ও ভায়াডাঙ্গা
বাজারের সীমান্ত পরিবার স্কুল থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনার সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন ও আইন-শৃঙ্খলা বাহীনির সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান বলেন, করোনার বিস্তার রোধে সরকারি ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগম বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। নির্দেশনা অমান্য করে স্কুল পরিচালনার দায়ে দুটি পতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি